Banner Ad

শত্রুতা কিভাবে সৃষ্টি হয় - ভগবান শ্রীকৃষ্ণের বাণী


দুই ব্যক্তি যখন নিকট এ আসে তখন তারা একে অপরের জন্য সীমা এবং মর্যাদা নির্নয় করার চেষ্টা অবশ্যই করে।  আমরা যদি সমস্ত সম্পর্কগুলকে বিচার করে দেখি  এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মান করি। 

আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষনেই আমাদের হৃদয় ক্রধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রুপ কি, আমরা কি কখন ও বিবেচনা করেছি। 

সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তি কে নির্নয় করার অনুমতি দেই না। নিজের নির্নয় সেই  ব্যক্তির উপর চাপিয়ে দেই। অর্থাৎ তার সতন্ত্রতাকে অশ্বিকার করি আমরা। আর যখন সতন্ত্রতাকে অশ্বিকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। 

আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে , তখন আমাদের হৃদয় ক্রধে ভরে যায় এমনটাই হয় না কি ?

কিন্তু যদি আমরা এক অপরের সতন্ত্রকে সম্মান করি তাহলে কোন রকম সীমার প্রয়োজন ই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোন সম্পর্কে দেহ ঠিক সেই ভাবেই সতন্ততা সে সম্পর্কের আত্মা নয় কি? সয়ং বিচার করুন।


-ভগবান শ্রীকৃষ্ণ

......... ......... ......... .........

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ